কল্যাণ ডেস্ক
পৃথিবীর আলো দেখতে না দেখতেই শিশু আব্দুর রহমানের জীবনের আলো নিভু নিভু অবস্থা। সাতদিন বয়সী এই নবজাতকের শরীরে ফুসফুস ও হার্টের সমস্যা ধরা পড়েছে। হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে সে।
শিশু আব্দুর রহমান জন্মেছে দিনমজুর মাহফুজ রহমানের ঘরে। এটাও যেন তার আরেক দুর্ভাগ্য। চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন এ পরিবারের সেটার সংস্থান অসম্ভব। তাই সদ্যজাত শিশুর দিকে শুধু চেয়ে দেখা ছাড়া যেন কোন উপায় নেই দরিদ্র পিতা-মাতার।
যশোর সদর উপজেলার আড়পাড়া সাহাপুর (আড়পাড়া) গ্রামের বাসিন্দা হতদরিদ্র দিনমজুর মাহফুজ। তার শিশু সন্তানের জন্য সমাজের সব শ্রেণির মানুষের কাছে সাহায্যের জন্য আকুতি জানিয়েছেন। অর্থ ছাড়া শিশুকে কোনভাবেই বাঁচানো সম্ভব না জেনে হতদরিদ্র পিতা হাত পেতে ভিক্ষা চেয়েছেন। সমাজের হৃদয়বানদের কাছে সাহায্যে চেয়েছেন। তিনি বিকাশ নং ০১৯৬৩২৪১৩৫৮ এ সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন।
আরও পড়ুন: আমি বাঁচতে চাই….