নিজস্ব প্রতিবেদক
যশোরে নবজাতক সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে মিঠুন (২৩) নামে এক যুবক ঘাস মারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তিনি ঝিকরগাছার মোবারকপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত মিঠুনের স্বজন সূত্র মতে, গত রোববার শ্বশুর বাড়িতে মিঠুনের নবজাতক (ছেলে) সন্তান অজ্ঞাত কারণে মারা যায়। তার সন্তানের মৃত্যু শ^শুর বাড়ির লোকজনের কারণে হয়েছে এমনটা মনে করছিলেন মিঠুন। এরই জেরে শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার কথা কাটাকাটি হয় এবং বুধবার তিনি সেখান থেকে নিজ বাড়ি চলে আসেন। ওইদিন রাতে নিজ বাড়িতে কীটনাশক পান করেন তিনি। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।