নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক সন্তোষ কুমার হালদার ও গীতা হালদারের স্মরণে এক শোক সভা গতকাল শনিবার আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদীচী যশোর, মহিলা পরিষদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল হোসেন।
অ্যাডভোকেট আমিরুল ইসলাম হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন আজিজুল হক মনি, হারুন অর রশিদ, শুভঙ্কর গুপ্ত, বাসুদেব কুন্ডু, শৈলেনেশ কুমার রায়, অর্চনা বিশ্বাস, বিথিকা সরকার, আলাউদ্দিন, তসমিলুর রহমান, নাজিমুদ্দিন, এলাহদাদ খান, হাবিবা শেফা, বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, মাহবুবুর রহমান মজনু প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড অধ্যাপক সন্তোষ কুমার হালদার স্বাধীনতা যুদ্ধের শুরুতে এলাকায় গণসচেতনতা সৃষ্টি করতে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া তিনি নিজ গ্রামে মুক্তিযোদ্ধার ট্রেনিংয়ের ব্যবস্থা করাসহ নিজেও ট্রেনিং করেন। সবশেষে তিনি কমিউনিস্ট পার্টির যশোর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন।
তার সহধর্মিনী গীতা রানী হালদার ছিলেন সদা হাস্যময়ী। তিনি ব্যক্তি জীবনে উদীচী মহিলা পরিষদের সাথে যুক্ত ছিলেন এবং মহিলা পরিষদের যশোর জেলা সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন অত্যন্ত অতিথি পরায়ন ও মানুষকে আপন করার যোগ্যতা সম্পন্ন।