নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া ফুড গোডাউন এলাকার সন্ত্রাসী শুভকে অস্ত্র মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ডিবি শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার রিমান্ড মঞ্জুর করেন। সন্ত্রাসী শুভ বেজপাড়া ফুড গোডাউন এলাকার রবির ছেলে। আদালতে ডিবি পুলিশ তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলো।
মামলার বিবরণে জানা গেছে, গত ৪ মে রাতে র্যাব সদস্যরা শহরের শংকরপুর ব্যবসায়ী আশরাফুল হাসান বিপ্লবের ফারদিন গ্লাস অ্যান্ড প্লাস্টিক স্টোর কারখানার পাশ থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করেন। পরবর্তীতে ওই ব্যবসায়ী কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজি মামলা করেন। ডিবি পুলিশ এই মামলার আসামি জুম্মান, আরমান ও রাহাতকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে, আটকরা ছাড়াও সন্ত্রাসী শুভসহ আরো কয়েকজন চাঁদার টাকা না পেয়ে কারখানার পাশে অস্ত্র রেখে ব্যবসায়ী আশরাফুল হাসান বিপ্লবকে ফাঁসাতে চেয়েছিলো। এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ সন্ত্রাসী শুভসহ ৬ জনকে আসামি করে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা করে। পলাতক শুভ পরবর্তীতে আদালতে আত্মসমর্পণ করে। বিষয়টি জানতে পেরে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল আদালতে সন্ত্রাসী শুভ’র রিমান্ডের আবেদন করেন। বুধবার শুনানি শেষে বিচারক তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।