জাহাঙ্গীর আলম
‘বাঞ্ছিতদের সাথে সময় কাটাতে চাইলে বই খুলুন, আর অবাঞ্চিতদের সাথে সময় কাটাতে চাইলে টেলিভিশন খুলুন। ভাইভার দিন শাহজাহান কবীর স্যার বলেছিলেন মেধা তো সবার মাঝেই থাকে, কতজন পারে সেই মেধার বিকাশ ঘটাতে। সাহিত্য পাঠচক্র’র মাধ্যেমে আমরা সেই মেধার বিকাশ ঘটিয়ে থাকি। আমি (ফাহিম) নিজের চোখে দেখেছি কিভাবে কামরুজ্জামান ভাই, হামিম ভাই, সুমন রেজা ভাই, বন্ধু বায়োজিদের মেধার বিকাশ ঘটেছে। সেদিন থেকে নিজের মনের মধ্যে কেমন জানি ছটফট করছিলো। কবে সংগঠনের সাথে যুক্ত হতে পারব। দীর্ঘ সময়ের পর আজ অবসান হয়েছে’। হুমায়ুন আজাদ’র বিখ্যাত উক্তি, ভাইভা দিনের সাক্ষাৎকার আর সংগঠনে যুক্ত হওয়ার মনের বাসনা পূরণের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সপ্তাহে একটি বই পড়ি ২০২৪ এর সাহিত্য পাঠচক্রের নতুন সদস্য ফাহিম আল ফাত্তাহ।
‘সুন্দরের পথে, আনন্দ রথে’ শ্লোগানে সপ্তাহে একটি বই পড়ির সাহিত্য পাঠচক্র ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে সপ্তাহে একটি বই পড়ি সংগঠনের আয়োজনে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকার পরিচালক কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিধান ভদ্র ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার কুণ্ডু, তালবাবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপনী যন্ত্রসঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সুভাষ চন্দ্র ভৌমিক। গান পরিবেশন করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হরেকৃষ্ণ দাস ও তার কন্যা মহিমা দাস। থিম স্পিচ প্রদান করেন দৈনিক প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। আবৃত্তি পরিবেশন করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান ও পাঠচক্র সদস্য হামিদা হিমু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালি ব্যাংক পিলএসি বিকে রোড শাখার এজিএম শহিদুল ইসলাম, দৈনিক জনকন্ঠের নিজস্ব প্রতিবেদক সাজেদ রহমান, দৈনিক যুগান্তরের যশোর জেলা ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় ও স্বপ্নচারী আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ্জাহান কবীর। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সুমন রেজা।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষের মধ্যে পাঠ অভ্যাস গড়ে তুলতে ‘সপ্তাহে একটি বই পড়ি’ নামের এ সংগঠনটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এ সংগঠনের প্রতিষ্ঠাতা শাহজাহান কবীরের ভূয়সী প্রশংসা করে আলোচকবৃন্দ বলেন, একটা সুস্থ,মানবিক ও মননশীল সমাজ গঠনের জন্য বই পড়ার অভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। ‘সপ্তাহে একটি বই পড়ি’ এই সংগঠনের মাধ্যমে বই পড়ার যে আন্দোলন শুরু হয়েছে তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার আহবান জানান আলোচকবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর- রহমানসহ নতুন ও পুরাতন পাঠচক্রের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি পাঠচক্র ২০২৪-এর উদ্বোধন ঘোষণা করেন এবং নতুন সকল সদস্যের হাতে বই তুলে দেন।