নিজস্ব প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্সের ভোটারদের আয়কর সনদ নিয়ে বিতর্ক উঠায় তা যাচাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন প্রশাসক মো. তমিজুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। প্রায় ২ হাজার ২শ ভোটারের সবার আয়কর সনদ আসল কিনা তা যাচাই বাছায়ের কাজ শুরু করেছেন চেম্বার অব কমার্সের কর্মকর্তারা। এটি সম্পন্ন হলে একইভাবে যাচাই করা হবে ট্রেড লাইসেন্সও।
এব্যাপারে যশোর চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান জানান, যেহেতু চেম্বারের ভোটারদের আয়কর নিয়ে প্রশ্ন উঠেছে এবং মামলা হয়েছে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব ভোটারদের আয়কর সনদ আসল কিনা তা যাচাই বাছাই করব। এটির কাজ শেষ হলে ট্রেড লাইসেন্সও যাচাই করা হবে। কেউ ভুয়া আয়কর সনদ দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নির্বাচন নিয়ে আদালতে হওয়া মামলাটি খারিজের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উভয় পক্ষের উপস্থিতিতে সিনিয়র সহকারী জজ সুজাতা আমিনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। বাদী পক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম (২), বিবাদী পক্ষে ব্যবসায়ী ঐক্য পরিষদের হয়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং ব্যবসায়ী অধিকার পরিষদের পক্ষে নাসির আলম এ শুনানিতে অংশ নেন।
আদালতের বেঞ্চ সহকারী শফিকুল ইসলাম মিঠু জানান, বুধবার বেলা ১১ টায় দুই পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী শুনানিতে দুই পক্ষই তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করেন। আদালত শুনানি শেষে আগামী রোববার (১৫ জানুয়ারি) এ বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য্য করেন। তিনি আরও জানান, এদিন মামলা থাকবে; নাকি খারিজ হবে সে বিষয়টি স্পষ্ট হবে।
উল্লেখ্য, দীর্ঘ আটবছর পর গত ৭ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু গত ৪ জানুয়ারি জাল আয়কর সনদ দিয়ে ভোটার করানো হয়েছে এমন অভিযোগ এনে মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান যশোরের আদালতে একটি মামলা করেন। এরপর আদালত এ নির্বাচন স্থগিতের আদেশ দেন। এরপর এ মামলায় গত ৮ জানুয়ারি ব্যবসায়ী ঐক্য প্যানেলের ১৮জন বিবাদী হিসেবে শ্রেণি ভুক্ত হন। সর্বশেষ মঙ্গলবার ব্যবসায়ী অধিকার পরিষদের ১৮ প্রার্থীও এ মামলার বিবাদী শ্রেণিভুক্ত হন।
১ Comment
Pingback: বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা জ্বালানি ডিজেলের ওপর বিশাল নিষেধাজ্ঞা আসছে - দৈনিক কল্যাণ