নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের বিপরীতে বৃহস্পতিবার শেষ দিনে ২৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইসমত হাসার।
এদিন সভাপতি পদে আবু মোর্ত্তাজা ছোট ও মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে শাহনুর আলম শাহীন ও গোলাম মোস্তফা মন্টুসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবীদের নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে শাহনুর আলম শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল কুদ্দুস কচির নেতৃত্বে সভাপতি পদে আবু মোর্ত্তজা ছোটসহ পাঁচটি পদে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের নেতৃত্বে সভাপতি পদে মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা মন্টুসহ ১১ পদে এবং ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি ইমামুল হাসানের নেতৃত্বে সহসভাপতি পদে দুই জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এর আগে বুধবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোটের ইদ্রিস-জিউস প্যানেলের ১১ সদস্য আলাদা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহনুর আলম শাহীন। দুই শতাধিক নবীন-প্রবীন আইনজীবীর উপিস্থিতিতে নির্বাচন কমিশনারের হাতে মনোনয়নপত্র তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আবদুল আলী, জীবন রতন মীত্র, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, মশিয়ার রহমান, আবু বক্কার সিদ্দিকী, সৈয়দ মোকারম হোসেন, রফিকুল ইসলাম পিটু, বীরমুক্তিযোদ্ধা আয়নাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান, রফিকুল ইসলাম (২), শেখর চন্দ্র হালদার, আসাদুজ্জামান বাবুল, ইমদাদুল হক ইমদাদ, গৌর চন্দ্র, নব কুমার কুন্ডু, সৈয়দ কবির হোসেন জনি, হাদিউজ্জামান সোহাগ, ভগবান চন্দ্র, বিষ্ণু পদ, রুহুল কুদ্দুস তপু, সালাহউদ্দিন দিগন্ত, রবিউল ইসলাম রবি, শান্তনু সরকার, আমীর হোসেন, মিজানুর রহমান মিজান, অশোক কুমার বিশ্বাস, জামাল হোসেন শিমুল, আকবর হোসেন, উদয়ন বিশ্বাস, রফিকুল ইসলাম (৪), সিরাজুল ইসলাম সাগর, নাজমুস সাদিক, গোলাম কিবরিয়া সানি, মাহামুদুল হাসান ও রওনক কবির টুটুল প্রমুখ।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রুহুল কুদ্দুস কচির নেতৃত্বে সভপতি পদে আবু মোর্ত্তজা ছোটসহ ৫ পদের প্রার্থীদের মনোনয়পত্র জমা দেন। একঝাঁক তরুণ আইনজীবীদের সাথে তিনি নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইসমত হাসারের হাতে এই মনোনয়নপত্র তুলে দেন।
অপর পদের প্রার্থীরা হলেন, সহকারী সম্পাদক পদে শামীম আহম্মেদ চৌধুরী ও সদস্য পদে শাহানাজ সুলতানা রিনা, বোরহান উদ্দিন সিদ্দিকী, শাহাজান কবির খান বিপ্লব মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আমিনুর রহমানের নেতৃত্বে সভাপতি পদে মুজিবুর রহমান ও সাধারণ সম্পদক পদে গোলাম মোস্তফা মন্টুসহ ১১ পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন। ফোরামের সিনিয়র আইনজীবীদের অনুপস্থিতিতে তিনি কয়েকজন প্রার্থী নিয়ে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপর প্রার্থীরা হলেন, যুগ্ম সম্পাদক পদে জুলফিকার আলী জুলু, সহকারী সম্পাদক পদে তাহমিদ আকাশ ও ডেজিনা ইয়াসমিন, গ্রন্থাগার সম্পাদক পদে মুস্তাকিন মোস্তফা খান ও কার্যকারী সদস্য পদে সেলিম রেজা, এনামুল আহসান টিটুল ও তরিকুল ইসলাম।
এছাড়া, জাতীয়তাবাদী ঐক্য ফোরামে থাকলেও সমন্বয়হীনতার কারণে সহসভাপতির দুই পদে আলাদা মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল।
প্রার্থীরা হলেন, গাজী মুহা. মাহাফুজুর রহমান ও মঞ্জুর কাদির আশিক। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলের সভাপতি ইমামুল হাসান, আব্দুল লতিফ, আলমগীর হোসেন, ওয়াজিউর রহমান, আজহার আলী প্রমুখ।
এর আগে বুধবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোটের ইদ্রিস-জিউস প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা আলাদা নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সহসভাপতি পদে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, সিরাজুল ইসলাম লেন্টু, যুগ্ম সম্পাদক পদে একিউএম ফিরোজ আকতার, সহকারী সম্পাদক পদে আফরোজা সুলতানা রনি, মিজানুর রহমান (২), গ্রন্থাগার সম্পাদক পদে ইদ্রিস আলী (২) ও সদস্য পদে আজিজুর রহমান বাবুল, রবিউল ইসলাম (৪), মাহমুদ কবির কাকন ও জান্নাতুল ফেরদৌস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৫ নভেম্বর শনিবার যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ১২ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৬ নভেম্বর বিকেল ৩ টার মধ্যে। ২৫ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সমিতির ৫৩৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করবেন।