কেশবপুর পৌর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে কেশবপুরে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। নির্বাচনে ৯৭ জন ভোটারের মধ্যে ৯৫ জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোস্তফা জামান। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন লুৎফার রহমান, এবাদৎ হোসেন, আমিনুর রহমান ও আবু বক্কর।
ভোট গণনা শেষে শফিউদ্দীন ৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঘোষণা দেয়া হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবর রহমান পান ২৬ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ হালদার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমিনুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন এসএম হাফিজুর রহমান (১)।
নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন ২৮ ভোট। ৫৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাহিদুজ্জামান (১)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তহিদ।
নির্বাহী সদস্য পদে ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সাধন কুমার চত্রবর্তী ৮৩ ভোট, শাহিদুজ্জামান (২) ৮২ ভোট, আব্দুল হালিম ৮১ ভোট, আব্দুল গফুর ৮০ ভোট, রুহুল আমীন টুকু ৭৯ ভোট, লুৎফার রহমান ৭১ ও সিরাজুল ইসলাম ৫৯ ভোট পেয়েছেন। পরাজিত প্রার্থীরা হলেন আব্দুল কাদের ৪২ ভোট, আব্দুল লতিফ (২) ৩৯ ভোট ও বিকাশ কুমার মন্ডল ২২ ভোট।