নিজস্ব প্রতিবেদক
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের সাথে যশোরেও উদ্যাপিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রচার শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস উদ্যাপিত হয়। কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বাদ্যের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিল স্কুল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
এরপর জিলা স্কুল অডিটোরিয়ামে এ দিবসের প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনী খান পলাশ, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান আহাদুল ইসলাম, আরবান আর্টিজেন্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সেলিম রানা, মোমিননগর সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লোকমান হোসেন, সমবায় ব্যাংক লিমিটেড যশোরের ব্যবস্থাপক সাইদুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা ও যশোর সদর উপজেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মানবী বিশ্বাস। সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস। অনুষ্ঠানে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী মোমিননগর সমবায় সমিতি লিমিটেড, সর্বোচ্চ সঞ্চয় আদায়কারী চাঁচড়া বাবলাতলা মৎস্য উৎপাদন ও বিপণন সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমবায়ী বণিক উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইসমাইল হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, সমবায়ের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। তাই সকলকে সমবায়ী কর্মকা-ে যুক্ত হয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
