রায়হান সিদ্দিক
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পর্দা নেমেছে যশোরে চারদিনব্যাপী নাট্য উৎসবের। দুই যুগ পর যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ এই উৎসবের আয়োজন করে। গত ৮ জানুয়ারি উৎসবের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। চারদিনব্যাপী এই নাট্য উৎসবে যশোর ও দিনাজপুরের ৭টি নাট্যদল অংশগ্রহণ করেন।
বুধবার শহরের বি সরকার মেমোরিয়াল হলের ঘূর্ণিয়মান মঞ্চে দুটি নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা নামে নাট্য উৎসবের। সন্ধ্যা ৬টায় নাট্যকলা সংসদের পরিবেশনায় মাইকেল মধুসূদন দত্তের রচনা ও স্বপন দাসের নির্দেশনায় মঞ্চায়িত হয় নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। সন্ধ্যা ৭টায় বিবর্তন যশোরের পরিবেশনায় মঞ্চায়িত হয় নাটক পাইচো চোরের কিচ্ছা নাট্যরুপ কাজি চপল ও নির্দেশনা দিয়েছেন বৈদ্যনাথ অধিকারী।
দীর্ঘদিন পর নাট্যকলার এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন যশোরের সংস্কৃতিজনরা। নাট্য ব্যক্তিত্ব তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন বলেন, কনকনে শীতের ভেতরেও নাট্য উৎসবের প্রতিদিনই দর্শক ছিলো চোখে পড়ার মতো। এটি একটি ভাল দিক। সংস্কৃতির শহর খ্যাত যশোরে এমন আয়োজন নিয়মিত থাকুক এটাই প্রত্যাশা।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, দীর্ঘদিন পরে হলেও চমৎকার একটি উৎসবের আয়োজন করেছে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ। একজন সাংস্কৃতিমনা মানুষ হিসেবে আমি চাইবো প্রতিবছর তারা এমন আয়োজন করা হোক। এই ধারাবাহিকতা বজায় থাকলে যশোরের সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হবে।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু বলেন, করোনার সময়ে সারাদেশের মতো যশোরের সাংস্কৃতিক অঙ্গনেও খরা পড়েছিলো। সাংস্কৃতির শহর খ্যাত যশোরে সব সময় নাচ, গান, নাটকের উৎসব লেগে থাকবে এটাই স্বাভাবিক। নাট্যকলা সংসদ বছরের প্রথমে এই নাট্যৎসবের মধ্য দিয়ে জানান দিয়ে গেছে নতুন বছরে আবারও যশোর তার সেই চিরচেনা রুপে ফিরে আসবে। উৎসবে মেতে থাকবে যশোরবাসী।
ব্যঞ্জন যশোরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু বলেন, একটা সময় যশোর টাউন হল ময়দানে সাংস্কৃতিক সংগঠনগুলোর লাগাতার অনুষ্ঠান লেগে থাকতো। যদিও সেগুলো আজ স্মৃতি। তবে নতুন বছরের শুরুতেই নাট্যকলা সংসদের এমন সফল এবং জমজমাট নাট্য উৎসব আমাদের মনে আবার আশা জাগাচ্ছে।
‘নাট্যচর্চা শ্রেণি বৈষম্য বিলোপের হাতিয়ার’ এই স্লোগান নিয়ে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের চারদিন ব্যাপী এই নাট্য উৎসবে উদীচী যশোর, ব্যঞ্জন যশোর, শব্দ থিয়েটার, ভৈরবী থিয়েটার, তির্যক যশোর, নাট্যকলা সংসদ ও বিবর্তন যশোরের নাট্যদল অংশগ্রহণ করে।
১ Comment
Pingback: মেয়ের দুই বছর, যা বললেন কোহলি-আনুশকা - দৈনিক কল্যাণ