নিজস্ব প্রতিবেদক
সম্প্রীতির বার্তায় যশোর জেলা পূজা উদযাপন পরিষদ পবিত্র রমজানের শেষদিকে এসে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেছে। শনিবার দুপুরে লালদীঘি পাড়ে হরিসভা মন্দিরস্থ কার্যালয়ে ঈদ উপহার বিতরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়।
পূজা উদযাপন পরিষদ সভাপতি দিপংকর দাস রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন ঘোষের পরিচালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌল্লা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জেলা গোমেজ, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবা শেফা, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, ঈদ উৎসবকে ধর্মীয় গ-ির মধ্যে সীমাবদ্ধ রাখার চিন্তা কখনো প্রশ্রয় দেওয়া ঠিক নয়। ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিকভাবে এটি সামগ্রিক সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আগামীতেও রাখবে। সর্বজনীন ঈদ উৎসবের মাধ্যমে বাংলাদেশে সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত সব সময়ই যেন উদাহরণ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্যামল দাস, প্রশান্ত দেবনাথ, দুলাল সমাদ্দার, যুগ্ম সম্পাদক দেবাশিষ রাহা, রতন আচার্য্য, তথ্য সম্পাদক শ্রাবণী সুর, সদর উপজেলা সভাপতি রবিন পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল ঘোষসহ অন্যরা।
আয়োজন নিয়ে পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপংকর দাস রতন বলেন, বাংলাদেশে ঈদ উৎসব শুধু মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি সর্বজনীন উৎসব। সব ধর্মের মানুষ এই উৎসবের আনন্দে অংশগ্রহণ করে। ভিন্ন ধর্মের যারা তারাও ঈদের ছুটি উৎসব আমেজে উপভোগ করেন।
স্রোতের মতো মানুষ গ্রামেগঞ্জে তাদের শেকড়ের সন্ধানে যায়। তারা মনে করেন উপহার বিনিময় এবং একে অপরকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে পরস্পরের ভুল বোঝাবুঝি নিরসন হয়, সুসম্পর্ক ও সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়।
আনন্দঘন এ উৎসবে তাই কারো মাঝে যাতে কোনো ভেদাভেদ না থাকে সেজন্যই সুবিধা বঞ্চিত মানুষের জন্য এ আয়োজন। তিনি জানান ৭৫টি হতদরিদ্র মুসলিম পরিবারের মায়েদের জন্য তারা ঈদ উপহার হিসেবে শাড়ি প্রদান করেছেন। আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।