দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ‘সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ’ এ নবাগত অধ্যক্ষের যোগদান ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসী পপী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যদেন নবাগত অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।
কলেজের আইসিটি হল রুমে শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার জেলা ইউনিটের সভাপতি প্রফেসর বাসুদেব বসু, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান, একই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক আজিজুর রহমান পলাশ, সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম।
এ সময় কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম, সাবেক সহকারী অধ্যাপক আজহারুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী এর আগে যশোর সরকারি মহিলা কলেজে প্রাণিবিদ্যার অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।