ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ার বাদুড়িয়া গ্রামে নবনির্বাচিত ইউপি সদস্য মশিয়ার সরদারের অনুমতিতে সরকারি জায়গার গাছ কাটা হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে বাদুড়িয়ায় এঘটনা ঘটে।
মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ বলেন, আমি প্রথমে সরকারি গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। খোঁজ নিয়ে জানতে পারি বাদুড়িয়া গ্রামের মাহাবুুর রহমান সরকারি পাকা রাস্তায় লাগানো একটি গাছ এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। তাৎক্ষণিক ইউএনও অফিসে বিষয়টি জানাই। এর মধ্যেই মশিয়ার মেম্বার গাছ বিক্রেতার ছেলের মুঠোফোন থেকে আমাকে জানান, এলাকায় আসতে হলে আমার অনুমতি লাগবে। তিনি নিজেকে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার ভাগ্নে পরিচয় দিয়ে আমাকে দেখে নেয়ারও হুমকি দিয়েছেন। পরবর্তীতে ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক তাদের নাম ঠিকানা জানতে ফোন করা হলে তারা জানাতে অস্বীকার করেন।
নবনির্বাচিত ইউপি সদস্য মশিয়ার সরদার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গাছ কাটার বিষয়টি আমি রোববার জানকে পারি। আমি পুলিশকে বলেছি সরকারি জায়গার গাছ হলে আইনগত ব্যবস্থা নিতে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ বলেন, আমরা কাটা গাছ জব্দ করেছি। জড়িত সকলের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।