ক্যান্টনমেন্টের পাসের হার ৯৫.৭৪
হামিদপুর ও ডা. রাজ্জাকের ফল সন্তোসজনক
নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল এগারটার দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। দূর্গা পূজার ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ফলাফল প্রকাশের পর এবছর ক্যাম্পাসে আসেনি শিক্ষার্থীরা। আবার প্রযুক্তির ছোয়ায় ঘরে বসেই মুহূর্তে ফলাফল পেয়ে যাওয়ায় আগের মতো রেজাল্ট প্রকাশের দিন ক্যাম্পাসমুখী হন না ছাত্রছাত্রীরা। গতকাল দু-চার জন ঘুরতে ঘুরতে আসলেও তারা জিপিএ-৫ পাওয়ার পরও নিরানন্দে ছিলেন সহপাঠীদের দেখতে না পেয়ে। ক্যাম্পাসে ক্যাম্পাসে এবছর শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিলই না বলা যায়।
এম এম কলেজ : যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৮.৭৬ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপিএ-৫ পেয়েছে ৫২০ জন শিক্ষার্থী। কলেজ সূত্র জানায়, এম এম কলেজে এবারের পরীক্ষার্থী ছিলো ৭২৪ জন। আর পাস করেছে ৭১৫ জন। আর ফেল করেছে ৯ জন। কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৫২০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ৬২২ জন এবং পাশের হার ছিল শতভাগ। সে হিসাবে এবার পাশের হার ও জিপিএ-৫ কমেছে।
গত বছরের তুলনায় এ বছর ফলাফল খারাপ হওয়ার বিষয় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এমএম কলেজ) অধ্যক্ষ প্রফেসর খন্দকার এহসানুল কবীর বলেন, ২০ অক্টোবর কলেজ খুললে সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে আলোচনা করবো কলেজে এইচএসসির ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তারপর বলতে পারবো। তিনি যেহেতু গত একমাস আগে কলেজে যোগ দিয়েছেন তাই এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
সরকারি মহিলা কলেজ : যশোর সরকারি মহিলা কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৬ শতাংশ। কলেজ সূত্র জানায়, যশোর সরকারি মহিলা কলেজে এবারের পরীক্ষার্থী ছিলো ৭১৯ জন। আর পাস করেছে ৬৯০ জন। আর ফেল করেছে ২৯ জন। যশোর সরকারি মহিলা কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ২৪০ জন।
সরকারি সিটি কলেজ : যশোর সরকারি সিটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯১.১৪ শতাংশ। যশোর সরকারি সিটি কলেজে এবারের পরীক্ষার্থী ছিলো ৬৬৬ জন। আর পাস করেছে ৬০৭ জন। আর ফেল করেছে ৫৯ জন। যশোর সরকারি সিটি কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন।
যশোর ক্যান্টনমেন্ট কলেজ : যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এবছর পাসের হার ৯৫ দশমিক ৭৪। এবার কলেজটিতে পরীক্ষার্থী ছিল ৮৪৬ জন। এর মধ্যে পাস করেছে ৮১০ জন। আর ফেল করেছে ৩৬জন। কলেজটিতে জিপিএ-৫ পেয়েছে ২৬৬ জন।
যশোর শিক্ষা বোর্ড কলেজ : যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৬ শতাংশ। যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজে এবারের পরীক্ষার্থী ছিলো ৩০০ জন। আর পাস করেছে ২৮৮ জন। আর ফেল করেছে ১২ জন। যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৯১ জন।
আব্দুর রাজ্জাক কলেজ : ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোর থেকে এবছর এইচএসসি পরীক্ষায় ৬৪৫জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে পাস করেছে ৬৪৫ জন। গড় পাসের হার ৭৩ দশমিক ১২। কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১২জন শিক্ষার্থী।
এছাড়াও হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৪.০৪ শতাংশ। কলেজ সূত্র জানায়, হামিদপুর আলহেরা কলেজে এবারের পরীক্ষার্থী ছিলো ৫১২ জন। আর পাস করেছে ৪১২ জন। আর ফেল করেছে ১০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
