কল্যাণ ডেস্ক
জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সব সরকারি অফিস এবং উপকূলীয় এলাকায় একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, এমন প্লাস্টিকের ব্যবহার বন্ধের অনুরোধ করেছে সরকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিশাখা-১ থেকে বুধবার এক চিঠিতে ডিসিদের এই অনুরোধ জানানো হয়।
প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে মাসিক সভা, অংশীজনদের নিয়ে নিয়মিত আলোচনা সভা আয়োজন এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম বাস্তবায়ন করতেও ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।
এ ছাড়া বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে ডিসিদের অনুরোধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। চিঠিতে বেশি ক্ষতিকর ইটভাটাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ করা এবং সব অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
লাইসেন্স ছাড়া যেসব ইটভাটা গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করা এবং যেসব জেলায় বৈধ ইটভাটার চেয়ে অবৈধ ইটভাটার সংখ্যা বেশি সেসব জেলার ডিসিদের বিশেষ অভিযান চালিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে অবহিত করতেও নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে।
আরও পড়ুন: আগামী তিন দিন তাপমাত্রা আরও বাড়বে