নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, যে দেশের স্থানীয় সরকার যত শক্তিশালী সে দেশ তত উন্নত। প্রতিটি উন্নত দেশের স্থানীয় সরকার শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশও সে দিকে এগিয়ে যাচ্ছে। আর যে দেশ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিলো তারা আজ পিছিয়ে আছে। তাদের কোনো সরকারের মেয়াদ আজ পর্যন্ত শেষ করতে পারিনি। আর বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের সব উন্নয়ন আজ দৃশ্যমান। রবিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন যশোরের আয়োজনে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এ স্লোগানে এ বছর প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন হলো।
আলোচনা সভায় প্রধান অতিথি স্বপন ভট্টাচার্য্য আরো বলেন, ‘বাংলাদেশের এ উন্নতি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার ফলে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো না তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিলো ২০০ ডলার, বিদ্যুৎ ব্যবহার করত ৪০ ভাগ মানুষ। আর এখন আমাদের মাথাপিছু আয় ২৮শ ডলার, বিদ্যুৎ শতভাগ। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।
এদিকে, স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে সদর উপজেলা পরিষদেও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।