নিজস্ব প্রতিবেদক :
জনজীবনের দুর্ভোগ কমাতে অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগের মাধ্যমে নির্দলীয় তদারকি সরকারে অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে বর্তমান সরকারের পদত্যাগ, তদারকি সরকারের অধীনে নির্বাচন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিরোধ, রেশনিং ব্যবস্থা চালু, দুর্নীতি-লুটপাট, পাচারকৃত অর্থ উদ্ধার ও বিচার এবং ভবদহ সমস্যা ও স্থানীয় দাবিতে বাম গণতান্ত্রিক জোটের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বাম জোটের নেতারা বলেন, সরকারের হাতে দেশের জনগণ তাদের সম্পদ মোটেও নিরাপদ নয়। তাদের লুটপাট আর দুর্নীতির কারণে দেশ আজ ভয়াবহ সংকটের দিকে পতিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে একমাত্র পথ হচ্ছে এ অবৈধ সরকারকে বিদায় নেয়া। এজন্য সরকারকে আর টালবাহানা না করে দ্রুত ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দেয়ার অনুরোধ জানান নেতৃবৃন্দ।
বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সদস্য আলাউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট ও বাসদ’র কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকার দেশের অনেক উন্নয়ন করেছে বলে ফলাও ভাবে প্রচার করছে। অথচ এসব উন্নয়নের পেছনে রয়েছে দুর্নীতি। সরকার দলের অনেক নেতাকর্মীরা ফুলে শুধু কলাগাছ নয় বটগাছে রূপান্তর হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আর বড় প্রভাব পড়ছে দেশের সাধারণ মানুষের ওপর। সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান। সমাবেশের আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের লালপতাকাবাহী মিছিলসহকারে নেতাকর্মীরা জড়ো হন সমাবেশ স্থল টাউন হল ময়দানে। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় শহরের বিভিন্ন সড়ক ও সমাবেশ স্থল।