নিজস্ব প্রতিবেদক
যশোরে সরকার নির্ধারিত দামে খুচরা পর্যায়ে এলপি গ্যাস বিক্রি করতে অপারগতা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়ে এই অপারাগতা প্রকাশ করেন তারা।
স্মারকলিপিতে বলা হয়েছে, সরকার খুচরা পর্যায়ে এলপি গ্যাসের দাম নির্ধারণ করেছেন এক হাজার ১৭৮ টাকা। অথচ আমাদের বসুন্ধরা এলপি গ্যাস কিরতে হচ্ছে এক হাজার ২৩০ টাকা। অন্যান্য গ্যাস কিনতে হচ্ছে এক হাজার ১৮৯ থেকে এক হাজার ২৩০ টাকা।
এরপর রয়েছে আমাদের পরিবহন ও কর্মচারি খরচ। ৭০ থেকে ১৫০ কিলোমিটার দূর থেকে পিকআপভ্যান করে গ্যাস আনতে হচ্ছে। এই অবস্থায় আমাদের পক্ষে সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি সম্ভব হচ্ছে না। কেননা প্রতিনিয়ত আমাদের সাথে গ্রাহকদের ভুল বোঝাবুঝি হচ্ছে। আবার আমাদের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। রোববারও মামুন এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে সব দোকানী ক্ষুব্ধ হয়ে উঠছেন। যেকারণে বিষয়টি আপনাকে অবহিত করা হলো।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন যশোর জেলা এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক একেএম শামসুল কাদের, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ সাধারণ সম্পাদক ফশিয়ার রহমান প্রমুখ।