নিজস্ব প্রতিবেদক
সরকার পতনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে আগামী ৫ সেপ্টেম্বর যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সমাবেশ অনুষ্ঠিত হবে। বিস্তারিত কর্মসূচি উল্লেখ করে শনিবার বেলা ১১টায় ইসলামী আন্দোলন যশোর শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য জেলা শাখার সভাপতি মিয়া আব্দুল হালিম বলেন, শেখ হাসিনার সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই অবৈধ সরকার পতন আজ অনিবার্য হয়ে গেছে। আগামী ৫ সেপ্টেম্বর সরকার পতনসহ পাঁচ দফা দাবিতে যশোরের নিউমার্কেট উপশহর মাঠে সমাবেশ হবে। প্রধান নির্বাচন কমিশনারে পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিল করতে হবে। সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শোয়াইব হোসেন, যশোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম মহাসিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুজার বিন হাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লা প্রমুখ।