লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল-২ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘শারীরিকভাবে অসুস্থ থাকায় আপনাদের কাছে আসতে দেরী হয়েছে। সুযোগ পেলে প্রায় সব গ্রামে যাবার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি আপনাদের সমর্থন পাই, আগামী ৭ জানুয়ারি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর বিশ্বাস-আস্থা রাখেন আর আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য কাজ করবো’। দলীয় নেতা-কর্মী ও ভোটারদের উদ্যেশ্যে রবিবার বিকালে পথসভায় এ কথা বলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নড়াইল-২ আসনের বর্তমান এমপি সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আগামী নির্বাচনে প্রার্থী। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতিক পেয়েছেন। প্রতিক প্রাপ্তির পর এই প্রথম মাশরাফি বিন মর্তুজা নির্বাচনী এলাকা নড়াইল-২ (লোহাগড়া ও সদরের আংশিক) আসনে ভোট যুদ্ধের কার্যক্রম শুরু করলেন।
জানা যায়, মাশরাফি বিন মর্তুজা মধুমতি সেতু পার হয়ে রবিবার বিকাল ৪টার নির্বাচনী এলাকার লোহাগড়ায় পৌঁছান। লোহাগড়ার আলা মুন্সিমোড়ে দলীয় নেতা-কর্মী সমর্থক ও ভোটাররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে পথসভায় বক্তব্য শেষে চলে আসেন সিএন্ডবি চৌরাস্তা স্ট্যান্ডে নির্বাচনী অফিসে। সেখানেও ফুলেল শুভেচ্ছা শেষে বক্তব্যকালে মাশরাফি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।
পথসভায় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সী, সিনিয়র সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, কোটাকোল ইউপির সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম, যুবলীগ সভাপতি সাবেক পৌর মেয়র আশরাফুল আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।