নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে যশোরের শামস-উদ-হুদা ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী সর্বোচ্চ ১১৫ ভোট পেয়ে এক নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী (হ্যাপি) দ্বিতীয় সর্বোচ্চ ১০৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ ৯০ ভোট ও স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ৮৭ ভোট পেয়ে চতুর্থ সহ-সভাপতি নির্বাচিত হন।
নাসের শাহরিয়ার জাহেদী বাফুফে’র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় যশোরের ঝিমিয়ে পড়া ফুটবল আবার চাঙ্গা হবে মনে করছেন যশোরের ক্রীড়া সংগঠকরা।
এবিষয়ে সাবেক ফুটবলার ও নাইনটি এফসি’র সভাপতি মকবুল আহমেদ বলেন, নাসের শাহরিয়ার একজন ফুটবল অনুরাগী। বিগত দিনে তিনি ফুটবল উন্নয়নে অবদান রেখেছেন। ফুটবলের উন্নয়নের জন্য তার একটা বড় প্লাটফর্ম দরকার ছিল সেটা পেয়েছে। সাংগঠনিকভাবে অভিজ্ঞতা আছে আবার আর্থিকভাবে স্বাবলম্বী। বাংলাদেশের ফুটবলে অনেক কিছু করতে পারবে।
এদিকে নাসের শাহরিয়ার জাহেদি বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ায় যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমি ও যশোর সোনালী অতীত ক্লাব, নাইনটি এফসি ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।