নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। ১ হাজার ৬১৬ জন ভোটারের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ৫টি ব্যালট বাতিল হয়। এরমধ্যে রবিউল ইসলামের প্রাপ্ত ভোট ১ হাজার ৩০১টি।
শনিবার রাতে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় নির্বাচন কমিশন থেকে এ তথ্য পেয়েছে দৈনিক কল্যাণ।
নির্বাচন কমিশন সূত্র মতে, শনিবার শহরের কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুর ২টা থেকে আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ শুরু হয়। ১ হাজার ৬১৬ জন ভোটারের মধ্যে ১৫০১ জনের ভোট কাস্ট হয়। সাংগঠনিক সম্পাদকের তিন পদে চারজন প্রার্থী ভোটে অংশ নেন। রবিউল ইসলাম সর্বোচ্চ ১ হাজার ৩৪১, মনির আহমেদ বাচ্চু ৮৪৫ ও শেখ শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী কাজী আজম ৭১২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।