নিজস্ব প্রতিবেদক
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, ‘শেখ হাসিনা শাসন টিকিয়ে রাখার জন্যে ভয়ের রাজত্ব কায়েম করছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মত নিবর্তনমূলক কালা আইন প্রণয়ন করে সাংবাদিকদের মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির চাপে দেশের মানুষ যখন দিশেহারা তখন শামসুজ্জামান শামস প্রথম আলো পত্রিকায় দ্রব্যমূল্যের প্রভাবের মানুষের করুণ চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন লিখে হয়রানি শিকার হচ্ছেন। তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে ভয়ের রাজত্ব সৃষ্টি করেছে সরকার। একই সাথে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামেও হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে।’ সমাবেশ থেকে বক্তারা প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। বেলা ১২টা থেকে মানববন্ধন শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির নেতা নাজিম উদ্দীন, অধ্যাপক ইসরারুল হক ও জিল্লুর রহমান, জেলা কমিটির সম্পাদক তসলিম-উর রহমান, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য পাল, যুব নেতা আহাদ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশ বিশ্বাস।