ঢাকা অফিস
সুপ্রিম কোর্টে পেশাগত দায়িত্ব পালনের সময় গতকাল বুধবার সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার টেলিফোনে ডিএমপি কমিশনার ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়টি দেখা হবে বলে জনান।
এর আগে সকালে সুপ্রিমকোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ। এ সময় তিনি ল’ রিপোটার্স ফোরামের নেতাদের সঙ্গে কথা বলেন।
আলোচনায় সাংবাদিক নেতারা রমনা জোনের এডিসি হারুন অর রশীদকে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারে আরো সতর্ক থাকার অনুরোধ জানান। তারা বিভিন্ন সময়ে সাংবাদিকদের মারপিট, হেনস্তা করার কথা উল্লেখ করে তাকে এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান। ডিবি প্রধান এ বিষয়টি দেখবেন বলে জানান।
সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে কথা বলে গতকাল সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
আরও পড়ুন:৮ মাসে উত্তোলন ১৩০ কোটি টাকা
১ Comment
Pingback: ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে