মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহেশপুরের এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান সাংবাদিকদের সাথে অসদাচরণ করায় বিভিন্ন মহল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতি দাতারা হলেন, প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মৃদুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু, সাধারণ সম্পাদক গাজী শামছুর রহমান চঞ্চল, প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক অমেদুল ইসলাম, চৌগাছার প্রেসক্লাবের সভাপতি আলমগীর মতিন, সাধারণ সম্পাদক শাহানুর রহমান উজ্জ্বল, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব রুপদিয়ার সভাপতি রবিউল খান, সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ,প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,কুষ্টিয়া মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন হালদার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন পরিষদ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত বা অপমানিত হওয়া মোটেও কাম্য নয়। সাংবাদিকদের সাথে এ ধরনের আচরণ ধৃষ্টতার সামিল। এই ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।