নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আজ বেনাপোলে আসছেন। বিকেল ৩টায় তিনি শহরের যানজট নিরসনে কাগজপুকুরে স্থাপিত বাস টার্মিনালের ও পরে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে স্থাপিত ই-পাসপোর্ট গেটের উদ্বোধন করবেন তিনি। এরপর তিনি উপভোগ করবেন ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় দু’ দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ’র যৌথ কুচকাওয়াজ, দু’ দেশের জাতীয় পতাকা উত্তোলন ও সৌহার্দের বন্ধন।
বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে মাদক সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে লক্ষ্যে শুক্রবার বিকেল ৪ টায় বেনাপোল পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবদিকদের সাথে মতবিনিময় করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। তিনি সাংবাদিকদের মতামত শুনে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী বেনাপোলবাসীর প্রাণের দাবিগুলো শুনবেন এবং ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। গত কয়েকদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন বার্তা উপজেলার গ্রামগঞ্জে ছড়িয়ে দেয়ার জন্য উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। বেনাপোল কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি এজেন্ট এসোসিয়েশন ভবনে উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক ও সুধীজনের সাথে মতবিনিময় করা হয়েছে। দফায় দফায় মতবিনিময় করা হয়েছে প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে।
মতবিনময় সভায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সহ সভাপতি আলী কদর সাগর, সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এ মতবিনিময় সভায় বেনাপোল ও শার্শার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:আজ বেনাপোল স্থলবন্দরে দেশের প্রথম ই গেইট উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
১ Comment
Pingback: খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন আগামী সপ্তাহে