মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা ও থানা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি ফারুক আহামেদ লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান ও থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান।
সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতারের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্বাস উদ্দীন, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সহসভাপতি জিএম ফারুক আলম, সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, সাবেক দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ^াসসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিবৃন্দ উপজেলার সাধারণ মানুষের সেবা দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সাংবাদিকের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা
