নিজস্ব প্রতিবেদক
যশোরের অধুনালুপ্ত দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেলকে নিজ বাড়িতে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাতটায় নিজবাড়ি পুরাতন কসবা লিচু বাগানে হামলার ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহেল জানান, এক কিশোরীর নেতৃত্বে ৩/৪ জন কিশোর তার বাড়িতে ঘরভাড়া নেয়ার জন্য আসে। তিনি দরজা খোলার সাথে সাথেই তার উপর হামলা চালায়। এসময় তাকে ছুরিকাঘাত করে ঘর থেকে ৪০ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয়। তাকে উদ্ধার পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, ওই নারীসহ সাথে থাকা যুবকেরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, সোহেলের দুই উরুতেই ছুরিকাঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। এদিকে, খবর শুনে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: নতুন পাঠ্যক্রমের উপর জঙ্গি হামলা হয়েছে : শিক্ষামন্ত্রী