নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শার সাংবাদিক ও পল্লী চিকিৎসক আব্দুর রব (৬৩) গুরুতর অসুস্থ। ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতেই শয্যাসায়ী। তার ব্যয়বহুল চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। আব্দুর রব শার্শার ডিহি ইউনিয়নের পাকশিয়ার শিববাস গ্রামের মৃত আমানত আলির ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে। জরুরি বাইপাস সার্জারি করাতে হবে। এছাড়া তিনি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন।
তার স্বজনরা জানিয়েছেন, গত ৮ জুলাই মধ্যরাতে আব্দুর রব নিজ বাড়ি শিববাস গ্রামে প্রচ- বুকের ব্যাথা অনুভব করেন। স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করেন। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে বুকে রক্তচলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা। দ্রুত এনজিওগ্রাম করে হার্টে রিং পরানোর পরামর্শ দেয়া হয়। এজন্য তাকে খুলনায় রেফার করেন ডাক্তাররা। এরপর খুলনার সিটি হাসপাতালে নিয়ে এনজিওগ্রাম করা হলে রিপোর্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। এজন্য চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির পরামর্শ দেন। আর এজন্য তাকে ঢাকায় নিতে বলা হয়েছে। বর্তমান তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দ্রুত তাকে ঢাকায় নিয়ে বাইপাস সার্জারি করানো না গেলে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ইতিমধ্যে রবের চিকিৎসায় ধারদেনা করে অনেক টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে অর্থনৈতিক ভাবে নিঃস্ব ও অসহায় হয়ে পড়ায় তার পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠছে না। তিনি একমাত্র অভিভাবক হওয়ার অর্থাভাবে কষ্টে তার অসহায় পরিবারের সদস্যরা চোখে অন্ধকার দেখছেন। প্রবীণ এই সাংবাদিক, পল্লি চিকিৎসক ও সমাজ সেবককে চিকিৎসার জন্য সর্বসাকুল্যে প্রায় ৪ লাখ টাকার মত প্রয়োজন।
সাংবাদিক আব্দুর রব যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার, দৈনিক লোকসমাজ, দৈনিক স্পন্দন, দৈনিক সমাজের কথা ও সর্বশেষ দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার পাকশিয়া প্রতিনিধি হিসেবে দীর্ঘ দুই দশক ধরে সাংবাদিকতা করেছেন। মানবিক সহায়তা পাঠানো যাবে : সুরাইয়া বেগম। একাউন্ট নম্বর ০২০০০১৬২০১৯৪৪। অগ্রণী ব্যাংক লি. গঙ্গানন্দপুর ব্রাঞ্চ, ঝিকরগাছা, যশোর। ০১৭৪০-৮৪৬৭০৯ (বিকাশ)।