নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক এসএম আরিফের মা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান। শনিবার জোহরবাদ জানাজা শেষে যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মরহুমাকে।
এদিকে এসএম আরিফের মায়ের মৃত্যুর সংবাদ শুনে শনিবার সকাল থেকে তাদের বাড়িতে ছুটে যান শুভান্যুধায়ীরা। পরে তারা জানাজায় অংশ নেন। এদের মধ্যে ছিলেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোর’র সভাপতি এম আইউব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম প্রমুখ।
এছাড়া, শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যান যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু।