বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: বটিয়াঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাবেক বটিয়াঘাটা প্রতিনিধি কবীর আহমেদ খানকে জীবননাশের হুমকি দেয়ায় প্রতাপ ঘোষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন কবীর খান। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, প্রতাপ ঘোষের নামে খুলনার সাইবারক্রাইম আদালতে একটি মামলা দায়ের করেন সাংবাদিক কবীর খান। মামলা করার পর প্রতাপ ঘোষ সাংবাদিক কবীর আহমেদ খানকে প্রকাশ্য ভয়-ভীতি ও জীবননাশের হুমকি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক খান বটিয়াঘাটা থানায় প্রতাপ ঘোষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।
থানার অফিসার ইনচার্জ শাহাজালাল বলেন,বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক কবীর খানকে হুমকি দেয়ার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অবিলম্বে তাকে গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাংবাদিক কবীর আহমেদ খান,মহিদুল ইসলাম শাহিন, হিরামন মন্ডল সাগর, অমলেন্দু বিশ্বাস, আসাদুজ্জামান উজ্জল,আহসান কবির,আরিফুজ্জামান দুলু, তরিকুল ইসলাম, ইমরান হোসেন সুমন,সোহরাব হোসেন মুন্সী, আল আমিন গোলদার, রতন সাহা,অমলেন্দু বিশ্বাস,জাকির হোসেন, সোহেল রানা, তুরান হোসেন রানা,আছিয়া খাতুন ঝিনুক, মুরাদ হোসেন হানিফ, জাকির হোসেন,আক্তারুল ইসলাম, রুবেল গোলদার প্রমুখ।