নিজস্ব প্রতিবেদক
পেশাগত দায়িত্ব পালনকালে যশোরের সাংবাদিক জিয়াউল হক ও তার ক্যামেরাম্যানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই’র) পরিদর্শক মীর রেজাউল হোসেন আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো, ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের মরহুম হোসেন উদ্দিন হোসেনের নাতি ছেলে ও যশোর শহরের পুরাতন কসবার শরিফুল ইসলামের ছেলে অভি ইসলাম প্রান্ত, কৃষ্ণনগর গ্রামের মান্দারের ছেলে বিল্লাল হোসেন, হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহমান ও মোবারকপুর গ্রামের কলেজপাড়ার আব্দুল মালেকের ছেলে জুয়েল হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, জিয়াউল হক জিয়া ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ক্যামেরাম্যান শরিফ খানকে নিয়ে ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের যান একটি রিপোর্ট সংগ্রহের জন্য। এ সময় ওই গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে আসামি অভি সাংবাদিক জিয়ার পরিচয় জানতে চায়। পরিচয় দেয়ার পর আসামি অভি অপর আসামিদের ডেকে এনে তাদের উপর হামলা করে। হামলাকারীরা জিয়া ও তার ক্যামেরাম্যান শরিফ খানকে মারপিট করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙ্গে ফেলে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা চলে যায়। এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এই চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত অভিকে পলাতক এবং অন্যদের আটক দেখানো হয়েছে।