নিজস্ব প্রতিবেদক
যশোরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক জিয়াউল হক ও তার ক্যামেরাম্যানকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মীর রেজাউল হোসেন আদালতে এ চার্জশিট জমা দেন।
অভিযুক্ত আসামিরা হলেন, যশোর শহরের পুরাতন কসবার শরিফুল ইসলামের ছেলে অভি ইসলাম প্রান্ত, কৃষ্ণনগর গ্রামের মান্দারের ছেলে বিল্লাল হোসেন, হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহমান এবং মোবারকপুর কলেজপাড়ার আব্দুল মালেকের ছেলে জুয়েল হোসেন।
মামলার অভিযোগে জানা যায়, জিয়াউল হক জিয়া ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ও তার ক্যামেরাম্যান শরিফ খান ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামে একটি রিপোর্ট সংগ্রহ করতে যান। এ সময় মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ঝিকরগাছায় নানা বাড়িতে বেড়াতে যাওয়া আসামি অভি সাংবাদিক জিয়ার পরিচয় জানতে চায়। পরিচয় জানানোর পর অভি অন্য আসামিদের ডেকে এনে তাদের ওপর হামলা করে। হামলাকারীরা জিয়া ও তার ক্যামেরাম্যান শরিফ খানকে মারধর করে এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে ওই চারজনকে আসামি করে ঝিকরগাছা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরবর্তীতে পিবিআই তদন্তের দায়িত্ব নেয়। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। চার্জশিটে আসামি অভিকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: যবিপ্রবির ভিসির বিরুদ্ধে অমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় নিন্দা