নিজস্ব প্রতিবেদক
দৈনিক প্রভাতফেরী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকতের মাতা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান। তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রহুমের নামাজে জানাজা সকাল ৯টায় ই-বক্ল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দাফন হবে লোহাগড়ায় গ্রামের বাড়িতে।
ফকির শওকতের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ কর্মরতরা।
ফকির শওকতের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেছেন দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ কর্মরতরা।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোস বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।