নিজস্ব প্রতিবেদক
যশোরের ক্রীড়া সাংবাদিক ও জাতীয় যুব জোটের নেতা আবুল বাশার মুকুল এবং উপশহর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল এহসান সুজনের মাতা রাশিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। রোববার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
সোমবার জোহর নামাজ শেষে উপশহর বি-ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে উপশহর কবর স্থানে দাফন করা হয়। শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করেন।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রিয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ কচি, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ, সদস্য আবুল হোসেন, মোস্তাফিজুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, নির্বাহী সদস্য হাবিবুর রহমান মিলন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাবেক সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, জাসদ জেলা যুব জোটের সভাপতি সোহেল আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, ক্রীড়া সংগঠক আলমগীর সিদ্দিকী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, সদস্য খায়রুজ্জামান বাবু, এহসানুল হক সুমন, ইউসুফ হাসান, বাংলাদেশ আম্পায়ার অ্যান্ড স্কোরার এসোসিয়েশন যশোর জেলা সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব, জেলা ফুটবল রেফারি সমিতির কোষাধ্যক্ষ সোহেল আল মামুন নিশাত প্রমুখ।
এদিকে রাশিদা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক মনিরুজ্জামান মুনির, নুর ইমাম বাবুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, জেলা ফুটবল রেফারি সমিতির সভাপতি নিবাস হালদার, এসপিকে স্মৃতি সংঘের সভাপতি মীর জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ভোরের পাখি ক্রীড়া সংগঠনের আহ্বায়ক লাবু খান, যুগ্ম আহ্বায়ক ইবাদত খান, সদস্য শাকিল আহমেদ, শেখ শাখাওয়াত স্মৃদি সংসদের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাহাজাহান রনি।
মঙ্গলবার আছর নামাজ শেষে উপশহর বি-ব্লক জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমার পুত্র আবুল বাশার মুকুল ও এহসানুল হক সুজন।