নিজস্ব প্রতিবেদক
যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক সত্যপাঠ’ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, প্রেসক্লাব যশোর সদস্য ও যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য। স্ত্রী, কন্যা এবং নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
শাহাবুদ্দিন আলমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় প্রেসক্লাব যশোর ক্যাম্পাসে আনা হবে। এরপর বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোড়ে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
সৈয়দ শাহাবুদ্দিন আলম শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৪ এপ্রিল শাহাবুদ্দিন আলমের পিতা বিশিষ্ট আইনজীবী সৈয়দ আমীর আলি, তিন ভাই সৈয়দ নুরুল ইসলাম বকুল, সৈয়দ আজিজুল হক মুকুল ও সৈয়দ শফিকুর রহমান জাহাঙ্গীরসহ পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ পত্রিকায় কর্মরতরা। শোক প্রকাশ করেছেন দৈনিক সত্যপাঠ পত্রিকার উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রকাশক মাছুমা আক্তার ও সম্পাদক আমিরুল আলম খান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন রূপান্তর প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক আলমগীর কবীরসহ পত্রিকার সাংবাদিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এদিকে, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন যশোর কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা।