নিজস্ব প্রতিবেদক
মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মধুসূদন দত্তের স্মরণানুষ্ঠান হয়েছে। শবিবার বিকালে যশোর শহরের বি সরকার মেমোরিয়াল হলে এ অনুষ্ঠান হয়। শুরুতে দলীয়ভাবে মধুকবির সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এরপর মধুকবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মুস্তাফিজুর রহমান, ওস্তাদ অর্থেন্দু প্রসাদ বন্দোপধ্যায় ও দীপঙ্কর দাস রতন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্প গোষ্ঠী, সুরধনী, সুরবিতান, পুনশ্চ, সপ্তসুর ও স্পন্দনের আয়োজনে দলীয় নৃত্য, একক নৃত্য, কবিতা আবৃত্তি ও একক গান ও নাটক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হাসপাতালের লুটপাটে লাগাম!
