নিজস্ব প্রতিবেদক
‘চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ স্লোগানে যশোরে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে দশটায় যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু সমাবেশ সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তৃতা করেন ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, আইনজীবী আমিনুর রহমান হিরু, বাসুদেব বিশ্বাস, বিএমএ যশোরের সাধারণ সম্পাদক আবুল বাশার, শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, যশোর উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, যশোর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, প্রকৌশলী শহিদুল হক বাদল, নারীনেত্রী অ্যাডভোকেট কামরুন্নাহার কনা ও বাউলিয়া সংঘের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল। সমাবেশ শেষে পতাকা মিছিল করেন সাংস্কৃতিক নেতাকর্মীরা। শহিদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, অপশক্তি প্রতিরোধে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও ’৭২-এর সংবিধানের চার মূলনীতির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। যশোরে মুক্তিযুদ্ধের আদর্শ ও ’৭২ এর সংবিধানের চার মূলনীতির পূর্ণ বাস্তবায়নে এবং সকল অপশক্তি প্রতিরোধের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরও পড়ুন: বিএনপির আন্দোলনের ভবিষ্যৎ কী!