কেশবপুর পৌর প্রতিনিধি: সোমবার বিকেলে কেশবপুরে ঐতিহ্যবাহী সাগরদাঁড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক গাউসুল আজম তুহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মুজাহিদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আজাহারুল ইসলাম মানিকসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ।
অনুষ্ঠান শেষে কাউন্সিলের মাধ্যমে ১নং ওয়ার্ডে সভাপতি রফিক গাজী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ২নং ওয়ার্ডে সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোড়ল এবং ৩নং ওয়ার্ডে সভাপতি আয়ুব আলী ও সাধারণ সম্পাদক রশিদুল গাজী নির্বাচিত হন।
আরও পড়ুন: গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার