মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: সাগরে মাছ শিকার করতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার ২ দিন পর শনিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই ভাসমান অবস্থায় জেলে মিরাজ হাওলাদারের (২৬) লাশ উদ্ধার করেছে জেলেরা।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে সাগর উপকূল কালামিয়া চর এলাকায় জাল ফেলা শেষে নোঙ্গর ফেলতে গিয়ে পায়ে রশি জড়িয়ে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হয় মিরাজ হাওলাদর। বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর বারইখালী
(জালিয়াঘাট) গ্রামের মিরাজ হাওলাদার জীবিকার তাগিদে নববিবাহিতা স্ত্রীকে রেখে ঈদুল ফিতরের পরের দিন বড় ভাই পলাশের সঙ্গে নিজেদের ট্রলারে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়।
বৃহস্পতি ও শুক্রবার জেলেদের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী ও বনবিভাগের ডুবুরি দল সন্ধান চালিয়েও লাশ না পাওয়ায় শনিবার সকাল থেকে পুনরায় মিরাজের লাশ উদ্ধার অভিযান শুরু করলে সকাল ১০টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই তার লাশ উদ্ধার করে।