সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শনিবার বিকেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সুমন হোসেনের নেতৃত্বে শহরের নারকেলতলা মোড়, খুলনা রোড মোড, নিউমার্কেট, সঙ্গীতা মোড়, সদর হাসপাতাল মোড়সহ শহরের বিভিন্ন সড়কে শতাধিক মোটরসাইকেল মিছিল নিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ সময় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী হাসিম উদ্দিন হিমেল, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদিন এহসান দিপ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক্যাল কলেজের সাধারণ সম্পাদক শাহিন আলন বাবু, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাপ্পি,
১২নং বল্লী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুখাত্র সরকার, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগ নেতা রানা, পৌর ৯ নং ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোডাউন শেষে খুলনা রোডে আলোচনা সভায় মিলিত হয় নেতাকর্মীরা।