নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন বড় ভাই।
শনিবার (৫ এপ্রিল) কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন (৪০) বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র। আহত বড় ভাই হোসেন আলী (৫০) সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাই সোহরাব ও আশারাফের সঙ্গে বাকবিতণ্ডা হয় মেঝ ভাইয়ের। এক পর্যায়ে আশারাফ ধারালো ছুরি দিয়ে মেঝ ভাই মোশাররফ হোসেন কে আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে বড় ভাই হোসেন আলীকেও আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পথে মোশাররফ হোসেন মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। ইতোমধ্যে আমরা মূল অভিযুক্তসহ ৪ জনকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।