শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের নীলডুমুরে খোলপাটুয়া নদীর চর ডুবে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। বুধবার (২৭ আগস্ট) সরেজমিনে দেখা যায়, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন আনুমানিক পাঁচশ ফুট এলাকা জুড়ে নদীর চর ডেবে গেছে। এর ফলে বেড়িবাঁধের উপর চাপ বাড়ছে এবং আশপাশের গ্রামগুলো ঝুঁকির মধ্যে পড়ছে।
ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, চর ডেবে যাওয়ায় কয়েক হাজার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে কৃষিজমি, বসতবাড়ি, অবকাঠামো এবং মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
বুড়িগোয়ালিনী গ্রামের বাসিন্দা মাসুদ মোড়াল বলেন, ‘জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ভয়াবহ বিপর্যয় নামবে। এতে মৎস্য ঘেরের চাষাবাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন ধরে নদী ভাঙন রোধে দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।’
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও এখনও কোনো কাজ হয়নি। দ্রুত জিও ব্যাগ ফেলা না হলে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। বর্তমানে প্রতিটি ঘেরে প্রচুর চিংড়ি রয়েছে। চর ভেঙে গেলে কোটি টাকার ক্ষতি হবে চাষিদের।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, ‘খুব শিগগিরই নীলডুমুর এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হবে।’ স্থানীয়রা অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।