সাতক্ষীরা জেলা প্রতিনিধি
নাশকতা মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সাতক্ষীরা দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর থানা ও পাটকেলঘাটা থানার দুটি নাশকতা মামলায় ঐ বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন পান। বুধবার এই জামিনের মেয়াদ শেষ হওয়ার উচ্চ আদালতে নির্দেশে নি¤œ আদালতে হাজির হয়ে আবারো জামিনের আবেদন করেন তারা। কিন্তু বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন। এছাড়া এ মামলায় অপর ১১ আসামির বয়স ও মেডিকেল রিপোর্ট বিবেচনায় আগামী ১৪ আগস্ট ২০২৩ পর্যন্ত অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ জানান, নাশকতা মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বুধবার নিম্ন আদালতে হাজিরা দিলে তাদের কারাগারে পাঠানো আদেশ দেন বিচারক।
