সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার বৈকারী সীমান্তের ক্লাব মোড় এলাকা থেকে একটি ওয়ান শুটার গানসহ সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মহিউদ্দীন শেখ (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে অস্ত্র কেনাবেচার সময় তাকে আটক করা হয়। তবে এসময় অন্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শাহজালাল জানান, সদর উপজেলার বৈকারী সীমান্তের ক্লাব মোড় এলাকায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ আটক হন মহিউদ্দীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দীন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন।
১ Comment
Pingback: ট্রাক্টর-মোটসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত