সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মরিয়ম বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামীও। রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উপজেলার বীনের প্রথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম কারিগরি শিক্ষা অধিদফতরের অফিস সহায়ক। আহত আলামিন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার ম্যানেজার। তাদের বাড়ি তালা উপজেলার মনোহরপুর গ্রামে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা যাচ্ছিলেন আলামিন ও তার স্ত্রী মরিয়ম বেগম। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে পথে মরিয়মের মৃত্যু হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।