সাতক্ষীরা (শ্যামনগর) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই শিকারিকে আটক করেছে কোবাদক স্টেশনের বনকর্মীরা। বৃহস্পতিবার ভোরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সাপখালীর ভারানীর খাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ময়নুদ্দীন গাজী (৪২) ও মুজিবর রহমান (৫০)। তাঁরা উপজেলার গাবুরা ইউনিয়নের আব্দুল কুদ্দুস ও মৃত বেলায়েত হোসেনের ছেলে।
এ সময় শিকার কাজে ব্যবহৃত ৬৫০ ফুট ফাঁদসহ শিকার করা হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, কোবাদক স্টেশন ইনচার্জ ফারুক হোসেন গোপন সংবাদে অভিযান চালিয়ে দুই শিকারিকে আটক করেন। এ সময় শিকার করা হরিণের রান্না করা মাংসসহ ফাঁদ উদ্ধার করা হয়। আটকদের বন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:বাঘের সঙ্গে লড়ে যেভাবে ভাইকে বাঁচালেন জেলে