সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরথঘাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতা শ্যামল কুমার অধিকারীর বিরুদ্ধে সককারি গাছ কেটে আত্মসাতসহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরথঘাটা ইউনিয়ন ভূমি অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা নুর আলী সরদার, ইউপি সদস্য নবী নেওয়াজ, ইউপি সদস্য সরোয়ার শেখ, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছবিরন বেগম, নারী সদস্য মজিনা বেগম, সমীর ব্যানার্জী, বিশ্ব নাথ দাশ, পরিতোষ ব্যানার্জী প্রমুখ।
শ্যামল কুমার অধিকারী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেগুলা মিথ্যা ও বানোয়াট। রাস্তা তৈরির সময় একটি দেবদারু গাছ কাটা হয়েছিলো পাশে একটি মরা ও ডালাপালা বিহীন একটি কাঁঠাল গাছ ছিলো সেটি কেটে দেয়া হয়েছে। তবে, তা বিক্র করা হয়নি। নতুন ভবন তৈরি করার সময় শ্রমিকরা কাঁঠাল গাছের ডালপালা জ্বালানি হিসাবে ব্যবহার করেছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, আমি যোগদানের পরে শুনেছি ভূমি অফিসের নতুন ভবনের সৌন্দর্যবর্ধন ও যাতায়াতের রাস্তা তৈরির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নির্দেশে দেবদারু গাছের সাথে পাশের কাঁঠাল গাছটিও অপসারণ করা হয়েছে।