সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের স্কুল জীবনের সাথী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের রসুলপুরে বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মনজুর এলাহীর বাসভবনে বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১৬ জন বন্ধু অংশগ্রহণ করেন।
আগত বন্ধুদের আলাপচারিতা এবং স্কুল জীবনের আলোচনায় সেই স্মৃতির মোহে হারিয়ে যান বাল্যজীবনে। আবেগে আপ্লুত হয়ে পড়েন সকলে। এসময় বাল্যবন্ধুরা সবাই ভুলে যান কে এমপি, কে শ্রমিক আর কে ছোট-বড়। সবাই বাল্যকালের বন্ধু।
মিলন মেলায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবি, সাতক্ষীরা বিটিসিএল’র সাবেক উপ-সহকারী প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ, সাবেক জেলা ক্রীড়া অফিসার বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক এও ওয়াছেক আলী, বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মনজুর এলাহী, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সচিব মতলুবার রহমান প্রমুখ।