জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পথযাত্রী সাধরণের দুর্ভোগ লাঘবে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
শনিবার বেলা এগারোটায় কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি কবররস্থান মোড় সড়কের সংলগ্ন স্থানে কার্পেটিং সড়কের প্রায় ৫০ গজ জায়গা দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারেনা ওই স্থান দিয়ে। তাছাড়া একটু বৃষ্টি হলেই দিনে ও রাতে হাজার হাজার যাত্রী সাধারণকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। সম্প্রতি মন্দা আবহাওয়ায় একটু বৃষ্টিতে ওই স্থানে হাটুপানি ও কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনগণের ও যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্যে ২নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য খলিল সরদার, জিএম আব্দুল কাদের, ইউপি সদস্য লাইলী পারভীনসহ স্থনীয় লোকজন নিয়ে ভাঙ্গা স্থানে ইটবালু ও খোয়া দিয়ে সংস্কার করে দেন। এ সময় শত শত পথযাত্রী ও সাধারণ মানুষ সদ্য নির্বাচিত কালিগঞ্জে সড়ক সংস্কার করে আবারও প্রশংসিত হয়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।